না পাওয়ার সমুদ্রে
জমা হোলো
আরো দু'ফোটা শিশির
এই কি ভালো হবে বলে
লেখা ছিলো কপাল কুন্ডলীতে!
দুখ আমাকে তাই ছোঁয়না
প্রাপ্তি-অপ্রাপ্তি একসুতোয় গাঁথা
বিশুষ্ক নাগরিক নাগপাশে-
লোভহীন হৃদয় চিনে নেয়
নিজেকে আর একবার
আকাশ আর মেঘের মায়ানীড়
সুনীল সাগর কি ডাকে
ফেনিল তরঙ্গের তালে
ভিজিয়ে দেবে সে বারবার
স্নিগ্ধ জলধারায়