আমার শূন্যতার রাজ্যে
আমি তখন একা হয়ে যাই
বাকী পৃথিবীর মুখটা ঢাকা থাকে
গভীর ঘন কালো নেকাবে
কোলাহল থেমে যায়
নেমে আসে ভয়ংকর নীরবতা
সময় তোমার গায়ে লিখে রাখি
নক্ষত্রের মতো দুর্বোধ্য কাব্য
আগামীর কেউ কোনোদিন
পাঠোদ্ধারে হবে না সক্ষম
ঠিক যেমন করে পুড়ে যাই
নিঃশেষিত হয়ে যাই আমি
তবুও সম্রাজ্ঞীর নীল ওড়নায়
বিরামহীন নকশা তোলে শিল্পীর হাত