জীবনবৃত্তান্ত আপলোড করছি
গভীর মনোসংযোগ দিয়ে
অদেখা বাচ্চাগুলো খেলছে
গলির নিরিবিলি পথের মাঝে
কানামাছি, ছি বুড়ি, গল্লাছুট
বৃন্দসুরে কেঁপে কেঁপে উঠছে
দুপুর শেষের বাতাস
উচ্ছাসে-উন্মাদনায়
আগামীর স্বপ্নে বিভোর বর্তমান-
একদিন এইসব দলে
স্বপ্নসিঁড়ি বেয়ে আমিও হাঁটতাম স্বপ্নবিলাসী উন্মূখ
আজ কেন তবে এই কোলহলে
অশেষ বিরক্তি মাখামাখি
কিসের এতো বিবমিষা?