না, আজ নয়....
কোনো এক বিমূর্ত সময় এসো
গোধুলির আগে শেষ বেলায়
গুচ্ছ গুচ্ছ অভিযোগের ফিরিস্তি
কিংবা নিভে গেলে অভিমান- ক্ষোভ
যখন দরজায় আঘাত করে আর
ফিরে যাবে না কোনো অবুঝ হৃদয়
আহা! কেবলি সুসময়
নাকি তখনো লটকে থাকবে মোহর সময়
অন্যরকম কোনো দুর্বিপাকে!
না এইসব শেষ কিছু নয়
কিংবা কোনো উপসংহার
আমি এইসবের কীইবা জানি
..... ধরে নিও এমনি এমনি
আবোলতাবোল বকছিলাম।