মাস শেষে মিলবে বেতন
এই আশাতে দিন, সপ্তাহ, মাস পার ভাল্লাগেনা
প্যাঁচার মতো গম্ভীর মুখ ভাল্লাগেনা
মগজ-ভরা কুট ক্যাঁচাল ভাল্লাগেনা
ফ্লাটবাড়িতে এপাশ ওপাশ ভাল্লাগেনা
রোজ রোজ একই চেয়ার
একই টেবিল, ট্যাব-ল্যাপটপ
ঘর-সংসার, একঘেয়ে কাজ
গোমড়া মুখ ভাল্লাগেনা
প্রিয় মুখে অভিযোগ ভাল্লাগেনা
অতো কিসের দুর্ভাবনা, দুশ্চিন্তা
এসো একটুখানি ফুর্তি করি
একটু হাসো
হালকা করো দিনের বোঝা
হাতের মুঠো একটু খোলো
এসো একটু হেঁটে আসি
নদীর ধার বা জংলী পথে
লাগাই গায়ে বাউল বাতাস
হঠাত না হয় বৃষ্টি নামুক
এরই মাঝে হেসেখেলেই
পার করে দাও জটিল সময়
না হয় তুমি দিলেই ফেলে
রোজ হিসেবের খেরোখাতা
একটু হাসো
হেসেই দ্যাখো
কে তোমাকে বইতে বলে
পাহাড় সমান ভূতের বোঝা