সব ফিরে আসা প্রত্যাবর্তন নয়
ফিরে আসতে হয় তাই আসা
সব হাসিমুখ আন্তরিকতার আড়াল নয়
হাসতে হয় তাই হাসা
সব শব্দ, সব উচ্চারণ নিশর্ত নয়
উচ্চারণের জন্যে বলা
নির্বোধেরা পয়সা দিয়ে দুখ কেনে
সুখ সরে যায় ভেজা চোখে
মুখ লুকিয়ে
তখন চাইলেও আশপাশে
কেউ তাকে পায়না খুঁজে