আকাশ জুড়ে অগনিত নক্ষত্র
দুর্ভাগ্য একটি নক্ষত্রও আমার নয়
যাকে দুই হাতের তালুবন্দি করে
জোনাকি বানিয়ে
ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারি
একান্ত আমার ভেবে...
নক্ষত্রগুলোর শরীরে সাংঘাতিক পচনের চিহ্ন
নক্ষত্র-মনগুলো মননহীন অগ্নিপিণ্ড মাত্র
কেবল পুড়িয়ে দেয় ত্বক, শিরা-উপশিরা
স্নায়ূর সূক্ষ্মতা---
মননের অলিতে-গলিতে
অনির্বাপিত অগ্নিকাণ্ড
ভস্ম করে প্রিয় অস্তিত্ব
ভুলের বেচাকেনায়
আমি এক ব্যর্থ কারবারি