ভেবেছি উদারবাদের কারবারি হবো
ফেরি করবো মানবতা
একটু একটু করে যত্নে সাজালাম ডালি
ওমা একি
দিনশেষে দেখি ঝুড়ির তলাফুটো
তলানি যা রয়ে গেলো
ভেবে হই বিস্মিত
তলায় পড়ে আছেঃ
কুতসিত বর্ণবাদ
ধর্মের মুখোশে রাজনীতি
জাতীয়তার দম্ভ
সাংস্কৃতিক বিভাজন
যুদ্ধ বাসনা
আত্মসংকীর্ণতা
আমার আর
উদারবাদী হয়ে উঠা হোলোনা
আমার আর মানুষ হওয়া হোলোনা