আমি এক প্রতিবন্ধী মানুষ
মাঝারী মানের উড়াল-বন্দর
হুইলচেয়ারে বসে দেখছি
যুবক-যুবতীরা দুড়দাড় করে
স্মার্টলি হেটে যাচ্ছে আমাকে ফেলে
বিশেষ করে যুবতীরা হাইহিল পায়ে এমনভাবে হেঁটে যাচ্ছে যেনো এই পৃথিবী ভয়ে কেঁপে উঠছে
আমি এসব নিশ্চল হয়ে দেখছি
ভাগ্যিস আমি ছিলাম চির বাধার প্রতীক হয়ে
আর ওরা সুস্থ্যতার বাহিনী হয়ে...
ওরা কি কোনোদিন জানবে
আমার সীমাবদ্ধতার ব্যথা
আমার জীবন বোধের তীক্ষ্ণতার কথা...
আমি কখনো পারবো কি
ওদের মতো দাপিয়ে চলতে
তাই চোখ বুঁজে
মনের চোখে হাঁটতে শুরু করি
যতোদূর হাঁটা যায়...