তোমাকে নিয়ে কিছু লিখতে গিয়ে
এক পর্যায়ে লেখাগুলো আর অগ্রসর হয়না
তুমি কি মৌসুমি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
নাকি রোদেলা বিকেলে অনাহূত বৃষ্টি
অসতর্ক জানালা দিয়ে ঢুকে
ভিজিয়ে দাও ঘর-আসবাব
অথবা রাগের মতো একঘেয়ে
বিবেচনার জানালাগুলো দিনে দিনে
সংকুচিত হয়ে আসছে
ধৈর্যের বাঁধ ভেঙে পড়ছে
জাগতিক সব অস্থিরতা জেঁকে বসেছে
ঘাড়ের উপর নিশ্বাস ছাড়ছে
বৈশ্বিক-দেশীয় দুর্বৃত্তরা
প্রচন্ড খরা অথবা ঝড়ের মুখে দাঁড়িয়ে থাকা নাজুক বৃক্ষ আমি
সংকটের আশংকায়-ঝাপ্টায় কাঁপছে
একটু একটু করে সাজানো প্রিয় বর্তমান
তাই হয়তোবা তোমাকে নিয়ে
আজকাল কিছু লেখা হয়না -