ধরে নাও তার নাম 'প' দিয়ে শুরু
এরপর সাজিয়ে নাও
ইচ্ছেমতো একটি নাম
নামে কি এসে যায়?
সেও যেকোনো একটি মানুষ
অথবা কোনো পুরুষ
গড়পড়তা মানের...
অনেক বদনাম অভিযোগ
হড়-বড় করে বের হয়ে আসছে
তার বিরুদ্ধে
দুচোখে বাঁধভাঙা কান্না
না, এখানেই বয়ান শেষ করা ভালো
আর কথা না বাড়াই.....