হয়তো এই অনাকাঙ্ক্ষিত দূরত্ব ভালো
তাই এই সবুজ সীমানা আঁকা
জলে মাছের মতো কাছে থাকা
নিবেদিত দাসেরও অধিক
ভালো কিছু নাকি অল্পটাই মুল্যবান
মুল্যহীন যেমন অসুন্দরের আধিক্য
কোনো এক গোধূলির লগ্নে
পৃথিবীর শরীরে ছড়িয়ে পড়া
শিল্পীর পাত্র উজাড় করা
লাল-সোনালী সিঁদুর রঙা মাহেন্দ্রক্ষণে
যখন মানুষেরা সুখের ডানা পায়
স্বগোতক্তি করে সময়
এমন অসাধারণ মূহুর্ত
কেনো এমন অল্পায়ু হয়
তারা একদিন সতর্ক করেছিলো
সেই কবে
সব কিছু বুঝে উঠতে উঠতে
বৃদ্ধ হয়ে যাওয়া, কবে বুঝবে
রোজ রোজ কাদা ছোড়াছুড়ি
ফিরে আসে একান্ত ভূবনের অন্ধকারে
নিরালায় ধ্যানমগ্ন আত্মস্থ সাধু হয়ে
যুদ্ধক্লান্ত পলায়নপর বীরের
সুশোভন বর্ম যেনো
ঝলসে উঠে আর একবার