সত্যি বলছি
এই গরীব হৃদয় পুরষ্কারের লোভে একসময় মশগুল ছিলো
যদিও বাতাসও জানতোনা সে কথা
তাকে যে লুকিয়ে রেখেছিলাম অতলান্ত সাগরের অন্ধকারে
লুকাতে  লুকাতে একদিন  টের পেলাম
আমার লোভের গায়ে ধরেছে মরিচা
ঝুরঝুর করে ভেঙে পরেছে সে কবে...

অপ্রাপ্তির অভিমানে অনেক লুকানো কান্নার সাক্ষী  ছিলাম কেবল আমি-

জীবনের বিশেষ প্রান্তে দাঁড়িয়ে
আজ দেখি অভাবনীয় সব পুরষ্কার
আমাকে জানায় অভিনন্দন
প্রাচীন পূজার উপাচারে