উল্টো দিকের ফ্ল্যাট থেকে
পোলাও,কশানো মাংশের সুবাস
ভেসে আসে বাতাসে
আহা! ঘ্রাণে অর্ধভোজন
আরো ভেসে আসে
মধ্যবয়সী দম্পতির চেঁচামেচি
ভাঙচুরের আত্মা চমকে উঠা শব্দ
আমি বলা যায় একজন শিক্ষিত বেকার
চাকুরী না পেয়ে
ঘরপাহারার একটি সাময়িক কাজ করছি
দুটো ভাত ফুটিয়ে
কোনোমতে বেলাগুলো পার করি
আকাশ সমান স্বপ্ন তবুও পিছু ছাড়েনা
গুলবদনকে ভালোবাসি
বুঝতেই পারছেন
তার সাথে সংসার হবে কিনা
সেও যেন এক স্বপ্নঘোর, যদি হয়ঃ
আমিও কি কষ্টার্জিত জিনিষপত্র
ক্ষয়ক্ষতিতে মত্ত হবো?
আর প্রিয় গুলবদন এক মুখরা নারী !