সব ভালো কিছুর নিয়ামক মূলত তুমি
হাত ধরে তুমিই প্রথম চারুপাঠ শেখালে
এই আত্মবিশ্বাসহীন মূঢ় আমাকে
এবড়ো-খেবড়ো জমিনে
ঘঁষেমেজে সবুজ কৃষি
জীবনের উত্থানে-পতনে
আগলে রেখে সুরক্ষা মোড়কে
উর্দ্ধমূখী বৃক্ষের মতো তোমারি আদর্শে
ছূটেছি সামনের দিকে
পেছনে তাকাইনি একবারও
সময় ছু্ঁয়ে দিতে চাইলে
ফিরে তাকাই পেছনে
ততদিনে শুকিয়ে গেছে
একদা কল্লোলময়ী প্রানসায়র নদী
অসংখ্য সেতু এখন তার বুকে
এখন তোমার বাড়িই বৃদ্ধাশ্রম
শুধু সন্তানরা ফেরে না বাড়ীতে-