স্বপ্নের কল্পনায়
আশ্বাসের লোভে
কেটে গেছে হিরন্ময় সময়
ঠিকঠাক টেরও পাইনি
সময়ের কোন কোন দাবী
হয়েছে অবহেলিত
উপেক্ষিত রয়ে গেছি স্বয়ং আমি
আমাকে আবর্তিত আরো অনেকে
আমাকে আঁধার করে যে যার মতো লুটেছে ফায়দা অগণিত
আজ ঘোরকাটা চোখে স্পষ্ট অপচয়ের তীক্ষ্ণ ডেবিট -ক্রেডিট নামা
দিনরাত স্ক্রল করে চলেছে
দৃষ্টির জানালায়
ভীষণ অসুস্থ আমি
কে আছো সরিয়ে নাও
বিশ্রি বিষাক্ত হিসাব-নিকাশ