সে যদি উঁকি দেয়
পাশের বাড়ির বারান্দায়  
সে যদি সুখ খোঁজে অন্য নক্ষত্রে
দুখিত হবো বৈকি
ঈর্ষান্বিতও হবো
হঠাৎ চোখজোড়া হয়ে উঠতে পারে
আষাঢ়ের বাঁধভাঙ্গা মেঘ  
জবরদস্তি ফেরাবোনা তাকে
নিজস্ব আঙিনায়
জেনে যাবো
মেনে নেবো
সে আমার নয়
হয়তো ছিলোনা কখোনো      
  *****************
*** পরিযায়ী শ্রমিকদের নিয়ে লিখতে গিয়ে অন্য কিছু লিখে ফেললাম....