মূলত উপসংহারে বেজে চলেছে
এক গভীর-করুণ বিষণ্ণতার সুর
শ্বাশত বিয়োগান্ত নাটকের অপেক্ষা
তবু সব ভুলে
মূহুর্তগুলোকে সাজাই
রূপ - রঙ -সৌরভ দিয়ে
এইভাবে চরম সত্যের
নিষ্ঠুর পরিণতি উপেক্ষা করে
বেঁচে থাকি
পাড়ি দেই সোনালী সময়
তবে তাই হোক
আজকের আনন্দটুকু সত্য হোক