একটু একটু করে জমতে থাকে ধুলো
একটু একটু করে জমতে থাকে
অবহেলা-অভিমান
একটু একটু করে মরে যেতে থাকে
ভালোবাসা - মন
কারো কোনো দোষ কি নেই !
সব পাওয়ার অনুভবে
ক্ষয়ে ক্ষয়ে যায় সুতীক্ষ্ণ বোধ
কোনো কোনোদিন দমকা হাওয়ার মতো
বৈশাখী বেদনারা বিনা নোটিসে বেড়াতে আসে
দুর্বিনীত ভঙ্গীতে  বলে যায়,
একদিন যে সুখ-সুখ ভাবেরা ছিলো
আজ তারা কোথায় গেলো?