দিনরাত জুড়ে
ভেউ ভেউ
ভূক ভূক
ভক ভক
জন্ম আমার আজন্ম পাপ
যুদ্ধ চাইনা
যুদ্ধে যাবোনা
যতোই করোনা হাঁকডাক
কেউ নেবে তেল
কেউ নেবে বন্দর
ধূলিস্যাৎ হবে চেনা মাতৃভূমি
চেনা জনপদ
কেউ নেবে নারীর উপর নির্মম
পাশবিক মধ্যযুগীয় শাসন শোষণ উতপাত
কেউ নেবে পদক
কেউ নেবে নগদ নারায়ন
ভূখা পেটে বেঁধে রাখি পাথর
কই কেউ তো তার রাখেনা খোঁজ
কিভাবে পার করি কঠিণ প্রহর
যুদ্ধ চাইনা
যুদ্ধে যাবোনা
রক্তে গড়া সহস্রাব্দের সভ্যতা
ধ্বসে পড়ে ছাইয়ের মতো চোখের পলকে
যুদ্ধে যাবোনা
যুদ্ধ চাইনা
গন্তব্য যদি হয় যুদ্ধ-ধংস
রক্ত দিয়ে গড়বোনা আর
কোনো সভ্যতা কোনো ইতিহাস
তোমরা কেনো মানুষ দ্যাখোনা
দেখো শুধু লোভ লালসা,ধর্ম-বর্ণ-জাতপাত