আমার এইখানে বসবাস
এই একটিমাত্র ঘরে
এমনকি তেমন কোনো
জানালা নেই
বারান্দাও নেই
আকাশ নেই
এইখানে সুখ
এইখানে অভিমান
দ্বন্দ-ঝগড়া -মার খাওয়া
হয়তো মৃত্যুও এইখানে
আমাদের আর কোথাও যাওয়ার
কোনো যায়গা নেই