স্বপ্নগুলো ক্যান জানি বালুচরই ডুবে গেছে।
এখন আর আগের মত নেই কোনো আবেগ, নেই কোনো অনুভূতি।
আছে শুধু তৃষ্ণার্ত পিপাসু মন।
এখন আর আগের মত নিজেকে নিয়ে এত কিছু ভাবা হয় না।
ভাবা হয় না দিন বদলের কারণ।
এখন আর আগের মত কেউ আমার গল্প,কবিতা পড়তে আগ্রহী নয়।
তাই লিখতেও আর ইচ্ছা হয় না।
কারণ গুলো খুজতে চাই,
কিন্তু সময় পাই না।
শুধু চোখের কোনের শিশিরের মত দু-এক ফোটা পানি মনে করিয়ে দেয় যে আমিও বেচে আছি আর কয়েকটা জীবন্ত লাশের মত।
আমি কারোয় কাছে কিছু আশা করি না।
শুধু আমার সাথে যেন দুই একটা ভালো কথা বলে।
আর কদিনেই বা বাঁচি।