আমি না মন খারাপ করি না,
কেন জানো, মন খারাপ করে লাভ কী?
আমি না কারো উপর রাগ হই না,
কেন জানো, কারো উপর রাগ হয়ে লাভ কী?
আমি না কখনোই হিংসা করি না,
কেন জান, হিংসা করে লাভ কী?
............................................
আমি না খুব সহজ-সরল,
কেন জানো, আমার বাবা-মা আমাকে এভাবেই তৈরি করেছেন।
আমি না কখনোই নিজেকে বড় মনে করি না,
কেন জানো, বড় হওয়ার কোনো যোগ্যতাই নাই আমার।
আমি না সবাইকে সম্মান করি,
কেন জানো, সম্মান দিলে সম্মান পাওয়া যায়।