হারতে দিও না আমায় তুমি
হেরে যেতে দিও না...
আমাদের মিলিত যাত্রা শুরু সেই প্রাগৈতিহাসিক যুগে
আমার মনের জঠরে অকস্মাৎ জন্ম নিয়েছিলে তুমি
তারপরে হয়তো কোনো এক সময় ভূমিষ্ঠ হয়েছিলে
তবে মাতৃত্বের সৌরভ তখন উদ্বেলিত করেনি আমায়
সময়ের তুরঙ্গম অক্লান্তভাবে দৌড়তে থাকে
আর ক্রমে আমার সন্তানরূপে প্রতিভাত হলে তুমি
তবে তখনও বুঝতে পারিনি তোমার শক্তির আনন্ত্য
বুঝিনি এ নশ্বর জীবনের 'শ্রেষ্ঠ' সম্পদ তুমিই
তারপর একসময় নির্মাণ করলাম 'সভ্যতা' নামক তাজমহল
গুহার অন্ধকার ত্যাগ করে প্রবেশ করলাম প্রাসাদের আলোয়
বর্বরতার খোলস ত্যাগ করে 'শুদ্ধ' হলাম মনেপ্রাণে
আর এভাবেই সূত্রপাত 'ভদ্রতা', 'শিষ্ঠতা' ও 'ঊৎকর্ষতা' র
কিন্তু এ সভ্য সমাজে অস্বীকার করলাম তোমার অস্তিত্ব
তোমাকে পরিচয় দিলাম 'জারজ' সন্তান অভিধায়
আর তখন থেকেই শুরু হল আমার ক্ষয়কাল
পচন ধরল 'সভ্য' মননের যাবতীয় মাপকাঠিতে
জানি আজ ব্রাত্য করে দিয়েছি তোমায় আমি
তবে তুমি ক্ষমা করে দাও এ দুর্ভাগা জননীকে
আজ বুঝি প্রকৃত সভ্য সমাজের মেরুদন্ড তুমি
সন্তানের রূপকে আদপেই আমার 'পিতা' তুমি
তাই,
হারতে দিও না আমায় তুমি
হেরে যেতে দিও না...