দিনের পরে রাত, রাতের পরে দিন,
দুঃখের পরে সুখ, সে তো চির প্রাচীন।
আলো মোরে ঢাকে অন্ধকারের ছায়া,
আবার আলো ফোটে, মুছে ব্যথার বায়া।
নাইরে সুখ স্থায়ী, নাই দুঃখ চিরকাল,
সুখে ভাসে জীবন, আবার আসে কালো ঝড়ের কাল।
হাসির মাঝে কান্না, কান্নার মাঝে হাসি,
এমনই তো চিরকাল, ঘুরছে যাপনের রাশি।
পথের শেষে মরু, মরুর শেষে ফুল,
ফুলের সুধা পিয়েই তো মন, করে নয়ন ভুল।
সুখ-দুঃখের এই চক্র, চলে নিরবধি,
তাই তো জীবন নদী বহে, কোন তটে চিরস্থির নাহি।
মোদের মনে আশা, স্বপ্নে ভরা প্রাণ,
দুঃখ যদি আসে, তাও কি যায়ো মান?
দুঃখে আনে শিক্ষা, সুখে আনে গান,
দিন শেষে রাত তো আসে, তবু ফেরে প্রভাতের বান।
তাই মোরা চলি, এই সুখ-দুঃখের পথে,
কভু নাহি থামি মোরা, ভাগ্য যেন হাতের সাথে।
আনন্দ দুঃখের বৃত্তে, গড়ি জীবন তাল,
দিনের পরে রাত, রাতের পরে দিন- এ তো মোদের কাল।