অমি ওই মানবের দলে নয়;
যেথা লাল রক্তের ব্লাড ব্যাংকে,
উপেক্ষিত পরিচয়!

আমি সেই জাগরনের অংশ নয়,
যেথা রক্তের স্রোত ধারা ,
রাজপথে পড়ে রয়!

আমি সেই মানুষের চেতনা নয়,
যেথা বিক্রিত চড়া মনুষত্য,
টকশো-তে কথা কয়!

আমি ওই বিত্ত বৈভব দলে নয়,
যেথা অর্থের পাহাড়ে ঘর,
দরিদ্র পৃষ্ঠাঘাত হয়!

আমি সেই বাহারি আহারে নয়,
যেথা লক্ষ শশ্যের চিৎকারে,
কাঙালির অশ্রু বয়!

আমি ওই বস্ত্রের আবন্ধনে নয়,
যেথা প্রাচুর্যের সুতার জালে,
বিবস্ত্ররা আটকে রয়!

আমি ওই দালানের বাসিন্দা নয়,
যেথা স্বর্ণ ইটের থরে থরে,
শ্রমিকের কান্না বয়!

আমি ওই দেশের নাগরিক নয়,
যেথা দখল শক্তির ক্ষমতায়,
সাধারণের মনে ভয়!

তাই বুঝি আজ বিতাড়িত রই,
এ জগৎ সংসারে,
মানবতা আজ পালিয়ে বেড়ায়,
আকাশ অভিসারে!