মানুষের তরে মানুষ আজও,
এ জীবন দিয়েছে দান,
তবুও কেন তুচ্ছ করা হয়
সহানুভূতির প্রাণ?
হৃদয়গুলো পাথর হলো কেন,
কোথায় স্নেহের পথ?
জীবনের তরে জীবন যদি,
তবে কেন এই শর্ত?
মুঠো মুঠো আশা নিয়ে,
পথে চলে বহু জন,
তবুও কোথায় সে ভালোবাসা,
যা গড়বে সুখের বন?
মানুষ যদি মানবতার,
পথে ফেরায় পা,
তবে কেন আজ বিচ্ছিন্নতা
ঘিরে রাখে সবার ঘর?
মানবতা আর দুঃখ-ভরা
জীবন একাকার,
কেন তবে হৃদয় ভাঙে,
কোথায় শান্তির ছার?
তাই কবি ডাক দেয় সবাইকে—
তোমরা হও সত্য,
সহানুভূতির মোহনায়
জাগাও জীবন রথ!
মানুষের তরে মানুষ আজ,
জীবনের তরে প্রাণ,
হৃদয়ে আনো ভালোবাসা,
তবেই হবে মহান।