স্বপ্ন যে দেখি আমি, সেই স্বপ্নে জাগি,
ঝড় ওঠে বুকেতে, আগুনের লাগি।
বাঁধন যতই দিক পথের বাঁকেতে,
চিরকাল যাব তাই মুক্তির ডাকেতে।

জাগরণে দেখি, তরী ভাসে অকূলে দুর্বার,
আমি সেই প্লাবনের বিনাশে হব নির্বার।
থামে না চরণ, মরুতে আসুক যত তৃষা,
আমার হৃদয়ে যে বহিছে বিজয়ের দিশা।

স্বপ্ন মানে লড়াই, রুখতে হবে বাধা,
জগৎ হোক শত্রু, আমি তার যোদ্ধা।
জ্বলতে যদি হয়, অগ্নিগর্ভে সদাই,
স্বপ্নের সারথী আমি দিগন্তের সাঁই।

হারাবার ভয় নাই, বদলে যুগের গান,
স্বপ্নের ডাকে জাগি, আমি বিদ্রোহী প্রাণ।
আমার দোয়ারে যে বাধিছে অদৃশ্য শৃঙ্খল,
আমি সেই বাঁধ ভেঙে করে দেব উচ্ছ্বল!

চাই না সুখের স্বপ্ন,বাচিতে নরকের যক্ষে,
আসুক যত আঁধার, প্রদীপ জালি বক্ষে।
স্বপ্ন মানে শঙ্খনাদ, দুর্ভেদী হাতিয়ার,
মম স্বপ্ন ডিঙ্গায় চিত্তে বহে নব জোয়ার।