নীহারিকা বুকে জাগ্রত নক্ষত্রের জাল,
অনন্তের পথে ছুটে ধ্রুবতারার পাল।
গ্রহ উপগ্রহ একাকার হয়ে নীরবে ঘোরে,
অন্ধকারে লুকিয়ে তারায় আলো ঝরে।
পৃথিবীর বুকে দাঁড়ায়ে ক্ষুদ্র মানব জন,
মহাকাশের মাঝে মাপি সৃষ্টির সৃষ্ট তরণ।
আমাদের মোহ অহমিকা এক মুহূর্তে লয়,
শূন্যের বিশালতার ছায়ায় সব স্বপ্ন মলয়।
গ্যালাক্সির অন্ধকারে ঢেউ ত্বরণ খেলে,
স্রোতে ভেসে যায় কত নক্ষত্ররাজি দলে।
আকাশের গভীরে লুকায় শত অনন্ত রহস্য,
মানুষ কেবল ধুলায় ভাসে হরিয়ে মনুষ্য।
অনন্তে মানব মৃত্তিকার দম্ভ রাশি রাশি,
দোপেয়ের বিচরণে মহাশূন্যের অট্টহাসি,
সৃষ্টির এ বিশালতা হারায় অপার অতীত,
তার সামনে সবই নিঃশব্দ, শিশির সমিত।