সুখের খোঁজে যাই চিরদিন, হৃদয়ে সুরের ছন্দ বাজে সারাক্ষণ,
আকাশ ভরা আলো মেখে, পথ চলি নিশিদিন চঞ্চল মন,
স্বপ্ন দেখি ভাঙা পথে, ফুটে আছে ফুলের মতো চির নবীন,
আলো ছুঁয়ে যায় যে পাখি, তার ডানায় বয়ে আনে সুখের গন্ধ।
বাতাসে মেশে নদীর স্রোত, তার সঙ্গেই ছুটে যাই বহুদূর,
জীবন যেন নাচের তালে, বহে যায় ছন্দে ছন্দে অনুরাগে,
প্রেমের আলো, অন্ধকারে ছড়ায়, তবু সব ক্লান্তি মুছে যায়,
পৃথিবীর মাঝে সুখ স্বপ্ন বুনে, আকাশে দেখি নীলের মায়া।
মানব হিয়ার মাঝে সুখ থাকে, গভীর প্রণয়ের নিরালা তীরে,
সেই সুখ চিরদিন ধরে, অমল আনন্দের গোপন আহ্বানে,
সময় থেমে যায় না, তবু সুখের ছায়ায় থাকি মোহিত,
চঞ্চল বায়ু বয়, আমার প্রাণের মাঝে বাজে অবিরত সুর।
সুখের স্বপ্ন নিয়ে চলি, অজানার পানে বারবার ডাকি,
দিনের শেষে ফিরে পাই, জীবনের সুধা, আনন্দময় হাসি,
কতটুকু সুখ, জানি না ঠিক, তবু সে জাগে অন্তরে,
বৃথা নয় সুখের স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষার পথে জাগে প্রান্তরে।