হে মনুষ্য, সরল কেন হায় এতো,
নিশিদিনে ভুল বুঝিয়া কাঁদে শত!
আপন রক্তের মাঝে যাহা পাই ছায়া,
স্বপ্নে ভাবি সেই যেনো স্নেহের মায়া।

অথচ সবের তরে মোর করিতে বিশ্বাস,
কত হেনো বিরহ, কত অপমান আশ্বাস।
হৃদয়ে বাঁধিয়া নিলে এ হৃদয়-বেদনা,
কেন তবু চাহো শান্তি, ভাবো ব্যর্থ কল্পনা।

যে আপন তাহারে বুঝি দূরে ঠেলে রাখে,
নির্লজ্জ আঘাতে হাসে হৃদয় ভাঙ্গা একে।
বিষের প্রলোভনে কেমন সরল মন,
সজল নয়নে বার বার ভরে আকুলিত ক্ষণ।

হে প্রাণের সরল, হেরো চাহিয়া পূর্ণ চেতনা,
আপনার মাঝে রবে না সংশয় ভাবনা।
নির্ভীক হইয়া দাঁড়াও, জীবন বুঝিতে শিখো,
অসার মোহ ত্যাগি নিজের পথ দেখো।

জীবনে সরলতা মধু, তবে সতর্ক থাকো প্রিয়,
যেন হৃদয়ে গড়ে তুলো এক দৃঢ় আভিজাত্য নিত্য।
আপন জনের মাঝে খুঁজো না শুধুই সুখের ছায়া,
সাহস নিয়ে রাখো তোমার জীবনের মধুময় মায়া।