কিঞ্চিৎ দান করিয়া, করে গর্বে হর্ষ,
ভাবিছে নিজেকে, পরম দানবৎস।
যশে বাজায় রাখি, চাহে খ্যাতি শোভা,
পিড়িতের যত কষ্ট, নাহি তার ক্ষোভা।
আছে যাহারা মহৎ জন, ত্যাগে মত্ত সদা,
তাহাদেরই হৃদয়ভূমে, বিলাতে নাহি দ্বিধা।
নাহি চাহে বিনিময়, করিয়া ত্যাগ সারা,
মূঢ়ের কর্ম দেখিয়া, হেসে যায় যে তারা।
যারা করে সত্য দান, অক্ষুন্ন তাহাদের মান,
সুখের সুরে উঠবে গাহি, তাহাদেরই জয়গান।
অহংকার করিয়া যাহা, ত্যাগ নয় তো মিথ্যা,
মহৎ দানে থাকে সদা প্রেমের অমৃত গাঁথা।
মূঢ়েরা যে বড়াই করে, করিয়া লঘু দান,
মহৎ জনে নীরব থেকে, ত্যাগে পায় সম্মান।
তাহার দানে বাঁচে জন, জানে না কেহ নাম,
অহংকার নহে সত্য, জানে পদতলের ঘাম।
ঘুদ্র দানে হইতে চায় বিশাল সেলিব্রিটি,
কর্মকান্ডে হাসে ওই, পশু আর গিরগিটি!
তাহারা ঊর্ধ্বে, জীবন খেয়ার মাঝি,
দুর্দিনের ভূ-কক্ষে দুর্বলের তরে কাজি।