অবহেলা আজ পদতলে, শিক্ষা শুধু ভাসায়,
মায়া-মমতা ম্লান হলো, স্বার্থ লোলুপ হাসায়।
মূল্যবোধের হারিয়ে রং, মানবতা দিশেহারা,
চেতনারও দ্বীপ নিভিছে, ব্যর্থ জীবন ঝরা।

কোথায় সেই সুবিচার, কোথায় শান্তির গান,
লোভাতুর জিঞ্জির জালে, ধ্বংস করিছে প্রাণ।
দিন শেষে আঁধার নামি, অস্তরবির ডাক,
মৃত্যু এসে দ্বারে দাঁড়ায়, নীরবে সঙ্গপাক।

ভেবে দেখি ক্ষণিক সুখ, কীসের এত মোহ!
ধন-বৈভব মাটিতে লুটায়, নিঃস্ব লাগে দেহ।
আনন্দ শুধু স্বপ্ন-সাজ, আভাস মিছে কথা,
তবু কেন তাড়ায় মানুষ, ভোগের ব্যর্থ ব্যথা?

মম গলে রণক্লান্ত কণ্ঠে, শুনি তাহার সুরে,
শিক্ষা তব দীপ্তি ছড়াক অমানুষের ঘরে।
"জাগো হে মনুষ্য! জয় করো দুর্গম পথ,
জীবন নায়ের মাঝি, থেকো তুমি সদা সৎ!"