বদলে যায় রিংটোন,
সুরেলা আরো কতো শত গান।
পুরনো হয়না সৃষ্ট প্রদত্ত,
একখানা পবিত্র আল-কোরআন।
হৃদয় গহীনে, সুরেলা অরণ্যে,
বাজিল আযানের সেই মধুর ধ্বনি।
গেয়ে গেলো কতো গান,
জ্যাকসন আরো কতো জ্ঞানী-গুণী।
কালের স্রোতে ভেসে যায়,
তুমার সুরেলা কন্ঠের সুর।
সুমধুর আযানের ধ্বনি শুনে,
দিশেহারা থাকি যত দূর।
জানি অদ্ভুত মৃত্যু নিশ্চিত তবু,
আপোষহীন সম্মতি।
মরণের পরেই বুঝি গুচাবে,
সীমাহীন ক্লান্তি।
হৃদয় আমার পাইবে খুঁজিয়া,
আমরণ শান্তি।