তোমার সুখে আমি থাকবো দূর একা,
তোমাকে ছুঁতে চাই না, কেবল দূর থেকে দেখা।
আমার জীবনের দুঃখগুলোতে তোমার ছায়া না পড়ুক,
তোমার আকাশে আলো থাকুক, অন্ধকার না ছড়ুক।
আমার গড়া কষ্টের পাহাড়ে তোমাকে তুলতে চাই না,
তাই তো তোমাকে ভালোবাসতে দেই না।
আমি দূর তেপান্তরে দাঁড়িয়ে দেখে যাব শুধুই তোমাকে,
তোমার সুখে থাকার প্রতিটি প্রহর, প্রতিটি দিন।
আমার বুকের ব্যথা কেবল আমি একাই বইব,
তোমার পথে বাধা হতে চাই না, দূরে দাঁড়িয়ে রইব।
তোমার হাসির জ্যোতিতে মুছে যাক আমার ব্যথা,
তুমি সুখে থাকো, থাকো আলোর মথা।
তোমাকে ভালোবাসা দিতে চাই না আমি,
কারণ এই হৃদয়ে শুধু ব্যথা, কোনো সুখ নেই জমি।
তোমার জীবন হোক আনন্দের ছোঁয়া,
আর আমি থাকবো তোমার আকাশের দূরের তারা হয়ে।
আমার গড়া কষ্টের পাহাড়ে তোমাকে তুলতে চাই না,
তাই তো তোমাকে ভালোবাসতে দেই না।
আমি দূর তেপান্তরে দাঁড়িয়ে দেখে যাব শুধুই তোমাকে,
তোমার সুখে থাকার প্রতিটি প্রহর, প্রতিটি দিন।
তোমার প্রতিটি দিন হোক আনন্দে ভরা,
আমার কষ্টের গল্প যেনো তোমার কানে না পড়া।
দূর থেকে আমি শুধু দেখবো তোমাকে,
তুমি সুখে থাকো, আমি থাকবো নিভৃতে।