নজরুল তুমি বিদ্রোহী রবি,
অগ্নিবীণায় বাজালে সুর,
তোমার কলমে ফুটলো স্বপ্ন,
সাম্য-ভালোবাসার দুরন্ত নূর।
শৈশব তোমার তপ্ত রোদে,
দারিদ্র্য ছিল সাথী সদা,
তবু করেছো সাহস জাগ্রত,
নিঃস্ব হাতে বাঁধো বেদনার গাঁদা।
লেটো দলে গান গেয়ে,
শিক্ষার পথেও পেলে পরিচয়,
অন্ধকারের মাঝে তুমি,
দেখালে আলোর এক নতুন রূপময়।
"বিদ্রোহী" তুমি গর্জে উঠলে,
শোষণের জালে দিয়েছো ফাঁক,
তোমার প্রতিটি কথার তালে,
জাগলো প্রহরী মুক্তির ডাক।
অগ্নিবীণা হাতে নিয়ে,
লিখলে ইতিহাস, গান, গল্প,
হিন্দু-মুসলিম একাকার হল,
তোমার কণ্ঠে সাম্যের সম্বল।
কারাগারের ভেতর থেকেও,
স্বাধীনতার গান গাইলে তুমি,
বন্দি থেকেও অবিচল ছিলে,
তোমার চোখে স্বপ্নের নীলাভ রঙধনু জমি।
পিক্স রোগে নীরব হলে,
বাংলা কাঁদল, থেমে গেল সুর,
তবু চিরদিন থাকো বেঁচে,
আমাদের প্রাণে প্রজ্জ্বলিত এক অমর নূর।
নজরুল, তুমি অনন্ত প্রাণ,
বাংলার কবি, জাতির গান,
তোমার জাগরণে আমরা জাগি,
তুমি আমাদের চির অম্লান!