নিদ্রাহীন এ মন, ক্লান্তিহীন এ পথের প্রান্তে,
তোমারি জন্য জীবন আমার চিরশান্তে।
তুমি যে দূরধিগম্য পূজা, হৃদয়ের এক লাস্য,
জীবন-নৌকা ভাসে তব প্রেমের উদাস হাস্য।
নিঃশেষে যাহা আছে, সবই আজ তোমারি তরে,
মাটির এ মন্দিরে প্রেমের অর্ঘ্য তোমারি প্রহরে।
তোমারই মোহন বাঁশি শুনি নিশি আর প্রাতে,
চির জাগ্রত প্রণয়-পাথর লব সম্মুখপাতে।
তুমি আছো যেন অন্তরের এক অসীম আকাশ,
তোমারি ভালোবাসায় কাটে দুঃখের সর্বনাশ।
অসহায় প্রাণে তুমি যে প্রেমের এক শিখা,
তোমারি চরণতলে রেখে যাই মোর ধিক্কা।
প্রতিটি ব্যাকুল ঢেউ, নাম ধরে তোমার ডাকে,
তুমি যে সে প্রেম, জীবন আমার তব পূজাক মাকে।
নির্জন এ অন্ধকারে তুমি যে আলো অমল,
তোমারি প্রতীক্ষাতে হৃদয় আমার ব্যাকুলতরল।
তুমি ছাড়া এ জীবন রিক্ত, বিরহের মেঘে ঘেরা,
মধুর প্রেম-ধারা তুমি, হৃদয়ে সুধা ঢালা নিরন্তর ফেরা।
তুমি সে প্রেমের দেবী, আমি তোমারি এক ভিখারি,
মম হৃদয় চিত্তে বহে— তোমারি বীণা, হে বধূয়ারি!