আবারও প্রশ্ন করো, কোথায় আমার শেষ?
উত্তর নেই কোনো, পাবে ধূ-ধূ নীরবতার দেশ।
যেদিন পৌঁছে যাবে সেই গভীর নীরবতায়,
সেদিন তোমার অস্তিত্ব হারাবে অন্ধ ছায়ায়।

কিসের অহংকার, সবই তো ক্ষণিকের খেলা,
সময়ের উত্তাল স্রোতে মুছে যায় কত বেলা।
যে মাটি আজ পায়ের নিচে, কাল তারই মাঝে,
অহংকার ভেঙে সবাই মিশে যাবে স্রোতভাঁজে।

মানুষের মিছে মায়া, থাকেনা কিছু চিরকাল,
মৃত্যুর স্পর্শে কেটে যায় ক্ষণিক মুর্হ মায়াজাল।
যা কিছু পেয়েছো, সবই হবে ধুলোর মাঝে শেষ,
মৃত্যুই সত্য, বাকি সব মিথ্যে মায়ার রেশ।

কেনো মানুষের এত দ্বন্দ্ব, কিসের এত লড়াই?
সবাই তো খুঁজছে সুখ, সবারই একটাই ঠাঁই।
লোভ আর অহমিকায় ভুলিয়া সত্যের পথ,
দিনশেষে শুধু রেখে যায় বিষাদমাখা ক্ষত।

নিজেকে প্রশ্ন করো আমি কে?
উত্তরটা খোঁজে পাবেনা?
যেদিন খোঁজে পাবে;
সেদিন তোমার আভিজাত্যের মৃত্যু হবে।