যদি কোন দিন হারিয়ে যাই নক্ষত্রের দেশে,
প্রিয়, কি তুমি আমায় মনে রাখবে হৃদয়ের কোণে?
যদি ফেসবুকে নীল আলো নিভে যায় চিরতরে,
তবে কি তুমি সন্ধ্যা বেলা আমার নামে ডাকবে?
যদি কোনদিন খুঁজে না পাও আমার কোনো উত্তর,
টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ নিস্তব্ধ হয়ে থাকে অপরিচিত,
তবে কি তুমি অস্থির মনে ব্যস্ততায় খোঁজ নেবে আমায়?
নাকি আমি হব শুধুই এক ফিকে স্মৃতি, হারানো অতীত?
বছরের পর বছর যদি কেটে যায় না ফেরার দেশে,
তোমার জীবনে নতুন প্রেমের ছোঁয়া লাগুক, তবুও কি
একটি মুহূর্তে ফিরে আসবে তুমার মনে আমার ছায়া,
তোমার হৃদয় কি কাঁদবে আমার স্মৃতির তলে?
যদি একদিন বৈশাখের মেলায় হাত ধরো কারো,
লাল শাড়ির ভাঁজে বেঁধে ফেলে নতুন অনুভূতি,
তবুও কি নাগরদোলায় উঠার আগে মনে পড়বে
আমার ঐ হাসি, প্রথম চুমু, প্রথম ভালোবাসা?
যদি কোন রাতে পূর্ণিমার আলো তোমায় ঘিরে রাখে,
শীতল বাতাসের মৃদু স্পর্শ তোমার গালে লাগে,
তবে কি সেই ছোঁয়ায় তুমি আমার আলিঙ্গন খুঁজবে,
যেমন খুঁজে ফিরেছিলাম তোমায় প্রতিটি মুহূর্তে?
যদি কোনো ঝড়ের রাতে শাড়ির কুচি ঠিক করতে গিয়ে
আমার নাম বেখেয়ালে ডেকে উঠো,
তবে কি তুমি বুঝবে, আমি আছি এখনো তোমার মাঝে,
হৃদয়ের গভীরে, গোপন এক স্মৃতির রূপে?
যদি তোমার প্রেমিকের সাথে ঝগড়া হয় কোনোদিন,
তোমার হৃদয়ের বেদনা কি আমায় স্মরণ করবে?
তোমার পুরনো পাঠানো মেসেজ গুলো পড়তে গিয়ে
তুমি কি আমার হারানো ভালোবাসা খুঁজবে?
যদি পুরনো আলমারি খুলে পাও আমার দেওয়া গিফট,
সেই মুহূর্তে কি তোমার চোখ ভিজে উঠবে বৃষ্টির মত,
তুমি কি আমার নামে ফিসফিসিয়ে বলবে,
“ভালোবাসি, ভালোবাসি, তুমি ছাড়া আমি কেমন ছিলাম?”
যদি একদিন নক্ষত্রে ভেসে যাই চিরতরে,
তবে কি আকাশের দিকে তাকিয়ে দেখাবে আমার ছবি,
তোমার নতুন প্রেমিককে বলবে,
“ওই আকাশের মাঝে ছিলো আমার প্রথম ভালোবাসা!”
যদি কখনো বালিশ আঁকড়ে স্মৃতির কষ্টে কাঁদো,
তবে কি আমার সেই ছোঁয়া মনে পড়বে?
আমার হাতের মৃদু চাপ, আমার চুপচাপ ভালোবাসা,
তোমার প্রতিটি কান্নার সাথী হয়ে থাকবে চিরদিন।
যদি কোনোদিন মনে করো সেই সুখ-দুঃখের দিনগুলো,
আমাদের হাসির মুহূর্ত, কান্নার অশ্রু,
তবে কি হৃদয় বেয়ে আবারও উঠবে সেই সুর,
যে সুরে বলবে, "তুমি ছাড়া পৃথিবী ছিলো অসম্পূর্ণ।"