চক্ষু সমাজে অন্যায় করে, চুরি করে, খুনি সেথা হয়,
সে সমাজে জ্বলবে আগুন, দেখিবে শুধূ নিরব লয়।
মুখ বুজে যে সয়ে যাবে, অন্যায়কে করিবে প্রশ্রয়,
তাকেও মনে নিন্দা কর, সে কি সমান অপরাধী নয়?
যে জন বাঁচে মুখ বুজে, দেখে শুধু নীরব চোখে,
সাধুর বেশে সন্ন্যাসী সেজে, নির্দয়তার কাদা মেখে।
ক্ষমা মহৎ, রাখিও মনে, সীমা আছে সবকিছুর,
অন্যায় যদি প্রশ্রয় পায়, বাড়বে তার ক্ষমার সুর।
শক্তি পেয়ে হবে প্রবল, শাসন ভেঙে নির্বিকারে,
কাঁদিবে সবে বিভীষিকায়, বিপর্যয়ের অন্ধকারে।
তাই বলি, ঘৃণা করো, অন্যায় তার, অপশক্তি!
একত্রে দাড়িয়ে সবে, সমাজে রহিবে শান্তি।
দিওনা কভু অন্যায় প্রশ্রয়, রুখতে হবে অবিচার,
যতই থাকুক কষ্ট-যন্ত্রণা, প্রতিরোধে রাখিয়া ধার।