ছুঁই না তোকে স্পর্শে কভু,
স্বপ্নে আমি ছুঁই,
দূরত্ব রেখে কাছে টানি,
ভালোবেসে বলি “তুই”।

প্রেমের সুরে জাগাই তোরে,
নীরব মনের কোণে।
তুই কি পারবি ছাড়তে আমায়?
পা বাড়ালেই পাবে আমাকে,
অদৃশ্য পথে খুঁজে।

তবু যদি যাবি তুই দূরে,
দেখবি পথটা শেষ।

আমি শুধু হাত বাড়াবো
বিদায় জানাতে তোকে,
স্রোতের মৃদু ঢেউয়ে।
তুই চলে যাবি আমায় নিয়ে
আমার ভালোবাসার নাওয়ে।

দূরে বসেই দেখব তোকে,
মনেই পাব স্পর্শ,
প্রিয়ের পথের অন্তিম ধুলায়
ফুটে উঠবে বিরহ।

তুই কি তবে যাবি সত্যি চলে,
আমায় ফেলে নিরলে?