আমি হারাই ধুম্রজালের বিষাদ সুরে,
অস্পষ্ট সব পথের বাঁকে, ক্লান্তি ভোরে।
কিসে এ আকাঙ্ক্ষা? কিসে এ বাসনা?
কোনো দিক খুঁজি, পাই শুধু নিরাশা।

চাইবো কারে? কোথা ঠাঁই পাবো আজ?
স্বপ্নের রঙ মিশে গেছে ধূসর রঙের সাজ।
জীবনের কাঁটাতারে হৃদয় ক্ষত-বিক্ষত,
উত্তর নেই, আমি হতবাক, চুপচাপ রতো।

আলোও যেনো মুখ লুকায়ে যায়,
আঁধার পিছু চায়, নিভৃতে আমায়।
হয়তো ভুলেই গেছি চলার পথ,
যাত্রা শুধুই এক অন্তহীন রথ।

তবু হাঁটিয়া এই ধোঁয়াটে জমাট ছায়ায়,
জানিনা কি পাবো, বা কিসের মায়ায়।
কেন এই চিত্র, কেন এই ক্ষণে দ্বন্দ্ব,
জানি না আমি—অজানায় বন্দি, এ জীবন অন্ধ।