বেলা শেষ হবে কখন? আমার জিজ্ঞাসু অন্তরণ!
পেন্ডুলামের দিকে তাকিয়ে যাচ্ছি শুধুই অকারণ!
কতো পথ-ভুলা আসি বটবৃক্ষ তলে, কারা সুজন!
অবেলায় অরণ্যে দুলিয়া ভুলিয়া অসি করিছে গুনরঞ্জন!
তুমার পথের সারথি আমি, কোথায় তুমি প্রিয়জন?
গুনছি অপেক্ষার প্রহর; তুমি আসবে না জানি কখন?
নিঃশব্দে তুমার জন্যে রাখিয়া মালা সময়ে উপেক্ষিতে!
আমি জানি তুমি আসবে, সপ্তরঙা কোনো নীলপদ্ম হাতে।
নীল শাড়িতে সাজবো তখন ললাটে লাল টিপের সাথে!
তখন তুমি কি যাবে ওই দূর তেপান্তরে ভেসে সারথি রথে?
আমি মহা খুশিতে ভাসিব মহা সমুদ্রে, জানি না সন্তরণ!