অর্থপাশে বন্দী আমি, দুঃখের ভার,
অর্থেরই মোহে কেনো জগতে অন্ধকার।
স্বজনের প্রেম, হয়েছে বিভক্ত,
অর্থের জন্যই ঝরে হৃদয়ের রক্ত।॥ ১

অর্থের টানে সব মিথ্যা আশা,
বন্ধুর সনে ঘটে বিভ্রাট ভাষা।
অর্থের লোভে সবে হয় বিভ্রান্ত,
হৃদয় শুদ্ধ তবু ইচ্ছা আদি অনন্ত।॥ ২

অর্থের চাহনি মুখে নেই যে ভাষা,
যা দেখে হয় মোহিত সকল আশা।
অর্থেতে কি লাভ হয় এই জগতে?
যে অর্থে মুল্যহীন সম্পর্ক কেঁদে।॥ ৩

মূল্যবান কি মনের অনুভূতি,
অর্থের দোষ কি? শুধু শূন্যতা, ক্ষতি।
নিঃস্বার্থ প্রেমে বাঁধি জীবনের ক্ষণ,
অর্থের বন্ধনে নেই কোন সমাধান।॥ ৪

হৃদয়ে যে প্রেমে বিদ্ধ চিত্তবৃত্তি,
অর্থের মোহে শুধু ফেলে বিষণ্ণতা।
জীবন যে চলে অর্থের কঠিন স্রোতে,
তবু মনের মাঝে সুখের সন্ধানে।॥ ৫

সত্য সে প্রেমে যে সদা আপন,
অর্থের চেয়ে দামি, করে প্রেম বরণ।
সত্য বলি আমি, অর্থ মিথ্যা যশ,
অর্থ প্রেমেই আছে জীবনের বিনাশ।॥ ৬