করুণা করো, প্রিয়া মম, দাও না একখানি চিঠি,
তোমার আঁচলের পাড়েতে জড়ানো শব্দের প্রীতি।
অশ্রুবিন্দুতে ভেজাও যদি পত্রের এক কোনায়,
তবে জানি প্রেম পূর্ণতৃপ্তি পাবে হৃদয়ের মোহনায়।
বিষাদের রূপক যেন লিখো তব আঁখি পানে,
জলরাশি ঝরুক তার ধরা দেয় যেন দু নয়নে।
তোমার শীতল পায়ের আঙ্গুলের রেখা,
তাহারি আঁচলের খাঁজে লুকানো বেদনার দেখা।
বাক্য হোক সরল, তবু করো এ চিঠি প্রেরণ,
তোমার গন্ধের ছোঁয়ায় যেন পাই অনুভবের স্মরণ।
একটি পাখির ডাক যেন ভেসে আসে তাতে,
দূর সমুদ্রের গর্জন যেন সজল কণ্ঠে মাতে।
ভুলে গিয়ে শুধরে নিও যদি বানান ভুল হয়,
সেই ত্রুটিতেই যেন হয় তোমার সোহাগময়।
মেঘমালা এলে লিখো, অমোঘ যতনের ভাষা,
শিশিরের কণা দিয়ে আঁকো পূর্ণিমার আশা।
ওগো প্রিয়া মম, শূন্য এ মন চায় একটুখানি স্নেহ,
সেই পত্রে গেঁথে দাও তব অতীতের মমতা মোহ।
মিথ্যা হলেও লিখো ভালোবাসি, আঁধারে ভাসে দীপ,
পড়ব সেই প্রেমপত্রে প্রণয়ের অনিঃশেষ সিপ।