নতুন দিনের ডাক এসেছে,
তোমরা জাগো হায়!
মূর্খেরা আজ বসেছে আসনে,
সেই ছেড়ে পালায়।

সত্য পথের যাত্রা-পথিক
জাগাও তব চিত্ত,
অজ্ঞতার গাঢ় আঁধারে,
করো আলোর বৃত্ত।

মনের মশাল হাতে নাও আজ
চালাও মহা অভিযান,
ভীরুতা নয়, করো সংগ্রাম,
"মানুষ মহীয়ান!"

জেগে ওঠো চেতনার অগ্নি
শিক্ষার দীপ জ্বালো,
মূর্খতার কুহেলিকা ভেদে,
নেভাও অজ্ঞতার কালো।

অন্যায় দখল করেছে সব,
ভীতি গ্রাসে প্রাণ,
যাদের হাতে ভবিষ্যৎ রবে,
তারা আজো ম্লান!

আয় এগিয়ে, চেতনার পথে
ধরবি যারা ধ্যান,
অভিযানের বীর সিপাহী,
জ্বালাও আগুন ত্রাণ!

মূর্খদের রাজ্য ভাঙবে আজ
চালাও শেষ আঘাত,
নব সূর্যের আগমনে,
পাবে সমাজ প্রভাত।

অন্ধকারে হারিয়ে যারা,
আসবে পথে ফিরে,
জয় নব চেতনার গানে,
নব সমাজ ঘিরে!


মূলভাব বিশ্লেষণ:

কবিতাটির মূল প্রতিপাদ্য হলো সমাজের ক্রান্তিকালে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে মূর্খতা ও অজ্ঞতার বিরুদ্ধে সংগ্রাম করা। কবিতায় আহ্বান জানানো হয়েছে দেশের সচেতন ও জ্ঞানী নাগরিকদের জেগে ওঠার জন্য। মূর্খরা সমাজের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, আর তা থেকে মুক্তি পেতে জাগ্রত চেতনা ও শিক্ষার আলো নিয়ে এগিয়ে আসার প্রয়োজন।

কবি এখানে শিক্ষার মশাল জ্বালিয়ে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যেতে হবে, যাতে সমাজের ভ্রান্তি, অন্যায় ও অজ্ঞতার কালো মেঘ দূর হয় এবং মানুষ মহীয়ান হয়ে উঠে। কবিতাটি জ্ঞান ও চেতনার প্রচার, আত্মমর্যাদার পুনর্জাগরণ এবং সমাজের অধঃপতন ঠেকানোর জন্য জনগণের সজাগ অংশগ্রহণের আহ্বান জানায়।

এটি মূলত সামাজিক পুনর্জাগরণ, মূর্খতার বিরোধিতা এবং চেতনার আলোতে সমাজকে আলোকিত করার একটি উদ্দীপনামূলক ডাক।