আজ বৃষ্টির ফোঁটায় ফোঁটায় কেঁদেছে ধরিত্রী।
আগত নব জোয়ার, ক্ষণে ক্ষণে কম্পিত বিধাত্রী।।
কেপেছে ভূমি কেঁপেছে খোদার আরশ!!
লাল সূর্যে ঝলসিত দেহে লেগেছে রক্তের পরশ!!
আজি মুক্তির বুলি! সটান বক্ষে লাগুক যত গুলি!!
করে দিক ঝাঁঝরা, পুনর্জীবিত হইব আমি আবারো বলি!!
আমি অজেয় অজস্র প্রাণের আর্তনাদের সম্য নিশান!
আমি রুখে দিবো কামানের গোলা, জালিবো রক্ত মশাল!!!
আমি আমৃত্যু, আমি ধ্বংস, ডেকে আনি ত্রাস!!
আমি ভদ্র, আমি বিনাশ, নহে কারো ক্রীতদাস!!
আমি নিরব, আমি স্বাধীন, আমি মুক্তির ঝান্ডা!!
আমি রক্ষক, আমি উন্মুক্ত, আমি ঝলসিত বজ্র ঘন্টা!!
চলবে...
অনলাইন প্রকাশনার তারিখ: ০২ আগষ্ট ২০২৪