যুদ্ধের বাজনা বাজে দেখো চারিধারে,
মৃত্তিকা আজ রক্তে রাঙা ক্ষমতার তরে!
নিরীহ প্রাণ আজ ঝরে অকাতরে অবিরত,
কোথায় তুমি মানবতা? কোথায় তোমার সত্য?

ফিলিস্তিন আজ কেনো রক্তে ভেজা ভূমি?
ইজরাইলের হাতে কেনো আগুন চরম চুমি?
রাশিয়া ইউক্রেন—ধ্বংসের যেনো শাপ,
এই পাপের বোঝা কে করিবে মাপ?

শিশুর মুখে হারায়ে যায় পবিত্র হাসি,
মাতার চোখে জল, মানবতা তুমি সর্বনাশী।
ধর্ম বর্ণ কি রইলো তবে আর শুদ্ধ?
মানুষ আজ হিংস্র, মনে শুধু ক্রুদ্ধ।

কোথায় সেই প্রেম, কোথায় সে শান্তি?
নিশীথের বুকে বাজে যুদ্ধের অশান্তি।
মানবতার বাণী কি আজ ভুলে গেছি?
নির্যাতনের ঘা দিয়ে বিশ্বকে মুছে ফেলছি।

তবু আমি নিরব ধরণী, আমি কাঁদছি চুপ,
পৃথিবীর মানুষের মাঝেই আমার স্নেহরূপ।
শান্তির আহ্বানে যুদ্ধে থামাও হাত,
মানবতার পথে ফিরে আসুক ঘুমন্ত এই রাত!