নির্বাক চিত্তে বসি জলা নয়নে,
খেলিছে গোলাকৃতি ঢেউ।
মরুর তপ্ত দুপুরের ক্ষণিক পরে,
সন্তর্পনে দৃষ্টিত অন্য কেউ।

শ্রাবণের আকাশে জমাট মেঘ,
বজ্রপাতে ঝরা অশ্রু বিন্দু!
ভালবাসার ঘূর্ণিঝড়ে উথাল পাতাল,
যেন মহা সমুদ্রে বিষাদ সিন্ধু!

হাটিয়া অন্ধকার জংলার তরে,
পাতার মর্মর ধ্বনি সৃষ্টে!
নিরাশার ব্যাকুল বেগে ঝড় ঝাপটা,
যেন হারিয়ে শ্যামল পৃষ্টে!

মুক্ত আকাশে শত নক্ষত্রের তলে,
তারকার করা প্রশ্নগুচ্ছ!
মমতার স্পর্শে কেঁপে ঝরে উল্কাপাত,
কম্পিত চিত্তে আমি তুচ্ছ!

আসিয়া মহামনন্তে ক্ষুদ্র মানব বেশে,
কর্তব্যের এক নতি শেষে।
জীবনের বেলা গড়িয়ে গোধূলির পানে,
মিশে যাই তারকার দেশে!