ধর্মের নামে ভণ্ডের দল গড়ে প্যান্ডেল বিশাল,
ওদের মাঝে নেই যে মায়া, নেই হৃদয়ে মালাল।
খেতে পায় না গরিব মানুষ, চোখে নেমে জল,
ওরা কেবল অর্থ লুটে খোঁজে বিলাস মহল।
প্যান্ডেলের ছাঁদে থাকে যত আয়োজন রঙিন,
ওপারে সেই মানুষ বাঁচে ভাঙা ঘরে দিন।
বৃষ্টিতে ভিজে বিছানা, শীতে কাঁপে প্রাণ,
হুজুরেরা তবু দেখায় ইসলামের মিথ্যা মান।
যে ধর্ম বলে দাও সবার, মায়ার সেতু বানাও,
হুজুরেরা তার বিপরীতে শুধুই স্বার্থ জানাও।
খোদার নামে লুটের কৌশল, অর্থের পরচর্চা,
গরিবের ব্যথা শুনে না তারা, কানে আসে না বচা।
খোদার নামের তালে চলে অর্থ আর বিলাস,
ওদিকে মায়ের বুক ফেটে ওঠে দীর্ঘশ্বাস।
কেউ খেতে পায় না, কেউ ঘুমায় পথের মেঝেতে,
ওরা শুধু মিথ্যে কথায় লালসা মেটায় শয্যাতে।
এসো আজ মিথ্যার মুখোশ ছিঁড়ে করো সত্যের দান,
ধর্ম হবে মমতাময়, ঘুচাবে কষ্টের ঘুমন্ত প্রাণ।
মালার মাঝে ফুল নয়, চাই মানবতার স্পর্শ,
সত্যকে কাঁধে নাও, দেখাও খোদার মহত্ত্বের আদর্শ।